‘নগদ’-এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কারীর জন্য নতুন সেবা নিয়ে এল বাংলাদেশ ফাইন্যান্স

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির ফলে এখন থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক সেবা পৌঁছে যাবে। ‘নগদ’-এর গ্রাহকেরা এ সুবিধা পাবেন। এতে করে করোনায় বাইরে যাওয়ার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকেরা।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা পৌঁছেনি এমন এলাকার ক্ষুদ্র সঞ্চয়কারীদের মূল ধারার আর্থিক অন্তর্ভূক্তিমূলক সেবার আওতায় আনতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

To read the full content on প্রথম আলো , click here.