বাংলাদেশের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালক এসএমই

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে এসএমই কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্প সংযোগের মাধ্যমে সামাজিক চাহিদা পূরণের প্লাটফর্ম হিসেবে কাজ করে। এসএমই বাংলাদেশের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালক। ২০২২ সালে বাংলাদেশ ফাইন্যান্সের মোট পোর্টফোলিওর ৩০ শতাংশ ছিল সিএমএসএমই, যা ২০২৩ সালে ৪০ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১১টি অংশগ্রহণমূলক চুক্তির মাধ্যমে বিভিন্ন প্রাক এবং পুনঃঅর্থায়ন তহবিল থেকে সিএমএসএমই ঋণ দিয়ে যাচ্ছি এবং এসব ঋণের সুদহার ৪-৭ শতাংশের মধ্যে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঘোষিত কভিড-১৯ স্টিমুলাস প্যাকেজের প্রথম ও দ্বিতীয় ধাপের লক্ষ্যমাত্রা সফলতার সঙ্গে অর্জন করেছে বাংলাদেশ ফাইন্যান্স। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড এসপিডি ডিভিশন প্রদত্ত ক্রেডিট গ্যারান্টি স্কিমসহ অন্যান্য লক্ষ্যমাত্রাও সঠিক সময়ের মধ্যে অর্জন করেছে বাংলাদেশ ফাইন্যান্স। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্সের এসএমই খাতের ঋণস্থিতি ৪০২ কোটি ৪৩ লাখ টাকা। যার মধ্যে নতুন উদ্যোক্তা ও কৃষি উদ্যোক্তা খাতে প্রায় ৪৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই ২৫ হাজার টাকার প্রাক-অর্থায়ন তহবিলের বরাদ্দকৃত অর্থ দ্বারাও ৭ শতাংশ সুদে সিএমএসএমই উদ্যোক্তাদের নিয়মিত ঋণ সেবা প্রদান করে আসছে বাংলাদেশ ফাইন্যান্স।

read the full content on বণিক বার্তা  Click here.