বিডি ফাইন্যান্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (বিডি ফাইন্যান্স) এর দায়িত্ব নিয়েছেন এই খাতের সবচেয়ে কম বয়সী ও তরুণ ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ কায়সার হামিদ। তরুণ হলেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে ব্যাংক ও আর্থিক খাতের। তিনি ১৫ বছর আগে দেশের অন্যতম এনবিএফআই ডেলটা ব্র্যাকের (ডিবিএইচ) মাধ্যমে আর্থিক খাতে যাত্রা শুরু করেন। একে একে কাজ করেছেন দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি, আইপিডিসিতে। কাজ করেছেন এসএমই খাতের নেতা ব্র্যাক ব্যাংকেও। বিডি ফাইন্যান্সে যোগ দেওয়ার আগে দায়িত্ব পালন করেছেন আইপিডিসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে।

গত ২ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন বিডি ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার আশা বিডি ফাইন্যান্সকে প্রথম তিনটির একটি বানানো। সেই লক্ষ্য নিয়ে কাজও শুরু করেছেন তিনি। গুছাচ্ছেন প্রতিষ্ঠানটির সব জায়গা। তার ইচ্ছা হলো এক ছাতার নিচে পুঁজিবাজার ও আর্থিক খাতের সকল সেবা দিবে বিডি ফাইন্যান্স। তার সাথে কথা বলেছেন দেশের আর্থিক খাতের অন্যতম নিউজ পোর্টাল সানবিডির প্রধান প্রতিবেদক গিয়াস উদ্দিন ও সিনিয়র রিপোর্টার রাসেল মাহমুদ। তার কথার চুম্বক অংশটুকু পাঠক ও বিডি ফাইন্যান্সের শেয়ারহোল্ডারদের জন্য তুলে ধরা হলো।

আর্থিক খাতের ব্যবসার ধরণ নিয়ে মোহাম্মদ কায়সার হামিদ বলেন,ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের আলাদা কিছু ব্যবসার ধরণ আছে। যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পরিস্কারভাবে দেখা যায়। তাদের রেগুলেশনস, বিজনেস মডেল কোনটা কে করতে পারবে তা পরিস্কারভাবে বলা আছে। দু:খজনক হলেও সত্য বাংলাদেশে এমন পার্থক্য খুব সামান্য। ব্যাংক ও এনবিএফআই প্রায় একই ধরণের ব্যবসা করে।

Sunbd24, click here.